ঢাকা: জাতীয় সংসদের দশম ও বিশেষ অধিবেশনে সদ্য প্রয়াত সিনিয়র আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ ১১ বিশিষ্টজনের নামে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।
যাদের নামে শোক প্রস্তাব উপস্থান করেন তারা হলেন, বিশিষ্ট আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দার, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবুল হাসনাত, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামসুল হক তালুকদার প্রমুখ।
এর পর প্রয়াতদের রুহের মাকফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসকে/ওএইচ/