ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুটাহারা মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে আবু মুসা মণ্ডল (৩৮), বগুড়া সদর উপজেলার মালগ্রাম ডাবতলা সিদ্দিকের মোড় এলাকার তোতা শেখের স্ত্রী মোছা. আনিছা বেগম (৫০) এবং ফারুখ শেখের স্ত্রী মোছা. লিকমা খাতুন রেশমা (৫০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার মফিজ পাগলার মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই নারীসহ ওই তিন মাদক কারবারিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে দুই নারীসহ ওই তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
কেইউএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।