ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি কারাগারে

ডিস্ট্রিক্ট কেরসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
ধুনটে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি কারাগারে

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (২৭) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবুল কালাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের গোপালনগর গ্রামের মোকবুল হোসেন মকুলের ছেলে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে শুক্রবার (৬ নভেম্বর) রাতে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী ওই নারী (২৬) উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। আবুল কালাম মেয়েটির বড় ভাইয়ের বন্ধু। এ সম্পর্কের সূত্র ধরে মেয়েটির বাড়িতে যাতায়াত ছিল আবুল কালামের। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মেয়েটির বড় ভাই বাড়িতে ছিলেন না। এ সুযোগে আবুল কালাম ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করলে কৌশলে আবুল কালাম পালিয়ে যায়।

এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে শুক্রবার রাতে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম বাকপ্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে। বাকপ্রতিবন্ধী মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।