ঢাকা: ইথিওপিয়ায় যুদ্ধাক্রান্ত তিগ্রাই অঞ্চলে বাংলাদেশিরা এখন পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদের উদ্ধারের বিষয়ে চিন্তাভাবনা চলছে।
রবিবার ( ৫ নভেম্বর) আদ্দিস আবাবা, আবাবার বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, ইথিওপিয়ার আঞ্চলিক রাজধানী মেকেলে থেকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেখানে থাকা বাংলাদেশিরা এখন পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদের উদ্ধার করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে এবং এ ব্যাপারে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইথিওপিয়ায় যুদ্ধাক্রান্ত তিগ্রাই অঞ্চলে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। কয়েকদিন ধরে টিপিএলএফ’র সামরিক স্থাপনার ওপর হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
টিআর/এমজেএফ