ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান জাদুঘরে অক্টোবরে ১ লাখ ৩১ হাজার ভার্চ্যুয়াল দর্শক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
বিজ্ঞান জাদুঘরে অক্টোবরে ১ লাখ ৩১ হাজার ভার্চ্যুয়াল দর্শক 

ঢাকা: ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় অক্টোবর মাসে সারাদেশে ১ লাখ ৩১ হাজার ৩৭২ জন দর্শক ভার্চ্যুয়াল ভিজিটের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, করোনা সংকটে বিজ্ঞান জাদুঘরের ছোঁয়া থেকে শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়, সে লক্ষ্যে অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিতে উল্লেখযোগ্য প্রদর্শনীবস্তুগুলো ভিডিও আকারে প্রদর্শন করা হচ্ছে। এতে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিনামূল্যে এবং বিনা কষ্টে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হাতের মুঠোয় আনতে পেরে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে বলে তাদের অনুভূতি ব্যক্ত করে।  

এ প্রসঙ্গে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, তরুণ প্রজন্ম যেন করোনার এ সংকটে অলস সময় না কাটায়,  সে লক্ষ্যে তাদের জ্ঞান-বিজ্ঞান চর্চাকে শানিত রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের অনন্য প্রয়াস।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।