মেহেরপুর: মেহেরপুরে ডিবিসি বাংলা ও বাংলাদেশ রয়টার্স এর সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভার পর এ কমিটির দায়িত্ব দেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।
এর আগে স্থানীয় সাংবাদিক নেতারা এবং জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, উপদেষ্টা তুহিন আরণ্য, সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ টিটো, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সম্পাদক মাহবুব চান্দুসহ মেহেরপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি প্রতিমন্ত্রী, সমাজসেবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, হিজরাদের প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ ও সরকারি বাড়ি ভাড়া পাওয়া সত্ত্বেও নিজ অফিসের পাশের একটি কক্ষকে গোপনে বেডরুম হিসেবে ব্যবহারের অভিযোগ শোনা যাচ্ছিল। এ বিষয়ে নিউজ করতে রোববার সকালে জেলা সমাজসেবা অফিসে যান ওই দুই সাংবাদিক। এতে ক্ষিপ্ত হয়ে উপ-পরিচালক মো. আব্দুল কাদের তাদের অফিসে আটকে রেখে বেধড়ক মারধর করেন এবং তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে অন্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
** সাংবাদিক লাঞ্ছিত: সমাজসেবার ডিডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা
** মেহেরপুর সমাজসেবা অফিসে ২ সাংবাদিক লাঞ্ছিত
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
আরএ