খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বাচ্চু সরদার (২৫) নামের আরও একজন আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লস্কর ইউনিয়নের চর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ আলী কয়রা উপজেলার হরিনগর গ্রামের খোরশেদ সরদারের ছেলে।
সূত্র জানায়, পাইকগাছার শিফসা ব্রিজের নিচে গোলপাতার নৌকা মেরামত করে আশরাফ আলী ও বাচ্চু সরদার কয়রার উদ্দেশে মোটরসাইকেলযোগে রওয়ানা হন। লস্কর ইউনিয়নের আলমতলা চর মসজিদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী দু’জনকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত বাচ্চু সরদার হাসপাতালে চিকিৎসাধীন।
পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সনজিত কুমার বিশ্বাস বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমআরএম/আরআইএস