ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উগ্রবাদ প্রচারণার দায়ে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
উগ্রবাদ প্রচারণার দায়ে আটক ১ আটক মোহাম্মদ আলী

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে উগ্রবাদ প্রচারণার দায়ে মোহাম্মদ আলী (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

রোববার (৯ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ৭ পৃষ্ঠা সম্বলিত একটি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।

এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ আলী নামে একজনকে আটক করা হয়েছে। তিনি ফেসবুক আইডি ব্যবহার করে নির্বাচিত সরকার, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষূণ্ন ও অনুভূতিতে আঘাত করে বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছিলেন।

এছাড়া তিনি ইচ্ছাকৃতভাবে ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ সরকারের নানা কর্মকাণ্ড, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের বিষয়ে বিকৃত তথ্য প্রচার করছিলেন। পুলিশসহ বিভিন্ন সরকারি বাহিনীর বিষয়ে বিকৃত পোস্ট শেয়ারের মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন।

তার বিরুদ্ধে বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ে করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।