ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিআরইউ নির্বাচনের তফসিল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
ডিআরইউ নির্বাচনের তফসিল ঘোষণা

ঢাকা: ঢাকায় কর্মরত পেশাদার প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর।

রোববার (০৮ নভেম্বর) ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন।

একই সঙ্গে খসড়া ভোটার তালিকাও অনুমোদন দেন। আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা দেওয়া হবে।

তফসিল অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র পেশ করতে হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা দেওয়া হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে।

৩০ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ডিআ রইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে।

করোনা মহামারীর কারণে ভোটের দিন প্রার্থী ও ভোটারদের মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। সে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করতে প্রার্থীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
ডিএন/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।