ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সাংবাদিকের পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২০
বাগেরহাটে সাংবাদিকের পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল লুট

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় স্থানীয় সাংবাদিক শুভংকর দাস বাচ্চুর (৩৮) পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (০৮ নভেম্বর) রাতে কচুয়া উপজেলার মষনি গ্রামে এই ঘটনা ঘটে।

পরে সোমবার (০৯ নভেম্বর) সকালে বাচ্চুসহ পরিবারের সবাইকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

অসুস্থরা হলেন- দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কচুয়া প্রতিনিধি শুভংকর দাস বাচ্চু, বাচ্চুর বাবা নিকুঞ্জ বিহারী দাস (৬৮), বাচ্চুর স্ত্রী প্রিয়াংকা রানী দাস (৩০), বাচ্চুর ছেলে ঋতজিৎ দাস (৮) ও বাচ্চুর বোন সবিতা রানী দাস (২৮)। এদের মধ্যে বাচ্চু, নিকুঞ্জ ও ঋতজিৎ দাস এখনও কথা বলতে পারছেন না।

বাচ্চুর স্ত্রী প্রিয়াংকা রানী দাস বলেন, সোমবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত দুইটার দিকে টের পাই কে যেন আমার নাকে মুখে হাত দিচ্ছে। আমি ছেলের বাবাকে ডেকে আলো জেলে দেখি ঘরের সব দরজা খোলা। আমার শ্বশুর, ননদ, স্বামী ও সন্তান সবাই অজ্ঞান। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলাম, স্বাভাবিক চলাফেলা করতে পারছিলাম না। সকালে স্থানীয়রা আমাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বাচ্চুর বোন সবিতা রানী দাস বলেন, রাতের খাবার খাওয়ার পর আমাদের অতিরিক্ত ঘুম আসছিল। হয়ত কেউ খাবারের সঙ্গে ঘুমের কোনো ওষুধ মিশিয়ে দিয়েছিল। গভীর রাতে আমাদের ঘর থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ আমার এবং আমার বৌদির প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সাংবাদিক পরিবারের সব সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।