নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের উত্তরপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী হাফিজুল ইসলাম ও চাচা শ্বশুর নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম তার টাকা জমা রাখতেন স্ত্রী রিনা বেগমের কাছে। রোববার (৮ নভেম্বর) রাতে সেই টাকা নিয়ে হিসাব করলে ৫শ টাকার গড়মিল পান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিনার বাবা এনামুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএ