রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলা পরিষদে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ট্যুরিস্টদের জন্য নিরাপত্তা ও সুবিধা বাড়াতে অভিমত ব্যক্ত করা হয়।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শীতকালে রাঙামাটিতে ট্যুরিস্টদের আগমন বেড়ে যায়। এবারের শীতেও পর্যটক বাড়বে। তাই ট্যুরিস্টদের জন্য নিরাপত্তা ও সুবিধা বাড়াতে হবে।
তারা বলেন, রাঙামাটি শহরে বর্তমানে মাদকের ছড়াছড়ি। শহরকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে শক্তিশালী অভিযান পরিচালনা করতে হবে।
বক্তারা আরও বলেন, উপজেলার উন্নয়ন করতে হলে প্রত্যেক সরকারি সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে অনেক অসমাপ্ত কাজ সহজে শেষ করা যাবে।
সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা উপমার সভায় সভাপতিত্ব করেন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল) নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়জুর রাজ্জাকসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় উপস্থি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
আরএ