গোপালগঞ্জ: গোপালগঞ্জে মুজিববর্ষ পালন উপলক্ষে “আমার বঙ্গবন্ধু” শীর্ষক কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশ’ শিক্ষার্থীর মধ্যে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” ও “কারাগারের রোজনামচা” বই বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বই বিতরণ করা হয়।
এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা বই দু’টি মনযোগ দিয়ে পড়ে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে এবং সে মোতাবেক জীবন গড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজওয়ান জোয়ার্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
এসআই