ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পল্টনে হেরোইনসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
পল্টনে হেরোইনসহ আটক ৪ উদ্ধারকৃত হিরোইন

ঢাকা: রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

আটকরা হলেন মো. জহুরুল (৩৮), মো. সাদিউল হক (৪৪), হাজ্বী মোহাম্মদ আলী (৬৪) ও লাল মোহাম্মদ তারেক (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) পল্টন মডেল থানার নাইটিংগেল মোড় এলাকা থেকে তাদেরকে আটকের বিষয়টি জানান ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম।

তিনি জানান, আটকরা সীমান্তবর্তী এলাকা চাপাইনবাবগঞ্জ থেকে মাদকদ্রব্য হোরোইন সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকার আসেন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন এলাকা থেকে ১৫০ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে পল্টন মডেলে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
পিএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।