ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সার্কেল অফিসারসহ ২৪ পুলিশ সদস্য পুরস্কৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
বগুড়ায় সার্কেল অফিসারসহ ২৪ পুলিশ সদস্য পুরস্কৃত

বগুড়া: বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় কাজের মূল্যায়নের ভিত্তিতে ২৪ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, বিশেষ পুরস্কার ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তাদের পুরস্কৃত করা হয়।

এদের মধ্যে ১২ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, তিন জনকে বিশেষ পুরস্কার ও নয় জনকে আর্থিক পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। এ সময় অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে সম্মাননা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। সভা সঞ্চলনায় ছিলেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।  

সভার শুরুতে ঢাকার মাইন্ড এইড হাসপাতালে সোমবার (৯ নভেম্বর) নিহত সিনিয়র এএসপি আনিসুল করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সভায় পুরস্কৃত পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট ও অর্থ তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

সভায় সেরা সার্কেল অফিসার হিসেবে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সেরা অফিসার ইনচার্জ হিসেবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরকে পুরস্কৃত করা হয়েছে।

ক্রেস্ট প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার এএসআই ইলিয়াস রহমান, আদমদিঘি থানার এএসআই শিবলুর রহমান, জেলা বিশেষ শাখার এএসআই রফিকুল ইসলাম, সদর থানার এসআই জহুরুল ইসলাম, শিবগঞ্জ থানার এসআই জিলালুর রহমান, সদর থানার এসআই রোজিনা খাতুন, জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির, জেলা গোয়েন্দা শাখার এসআই ফরহাদ সরকার, সার্জেন্ট ওমর ফারুক, শেরপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ।

বিশেষ পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমিনুল ইসলাম, জেলা বিশেষ শাখার এএসআই মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার এএসআই খলিলুর রহমান এবং একই শাখার কনস্টেবল জহুরুল ইসলাম।

অর্থ পুরস্কার পেয়েছেন এএসআই কাওসার জাহান (উপশহর ফাঁড়ি), এসআই সোলায়মান আলী (আদমদিঘি থানা), এএসআই আব্দুস সালাম (সদর থানা), এএসআই এনামুল হক (সদর থানা), এএসআই আব্দুল কুদ্দুস (শিবগঞ্জ থানা), মো. মোস্তাকিন (গাবতলী মডেল থানা), শাজাহান আলী (গাবতলী মডেল থানা), আব্দুল আওয়াল (গাবতলী মডেল থানা), শিবলুর রহমান (আদমদিঘি থানা)।

অবসরপ্রাপ্ত এএসআই শাহ্ আলম, নায়েক মামুনুর রশিদ, কনস্টেবল আমিনুল ইসলাম মণ্ডল, কনস্টেবল আবু তাহেরকে সম্মাননা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) রফিকুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদিঘি সার্কেল) কে এইচ এম এরশাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, পুলিশ লাইন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুসহ জেলা সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সব ইউনিট প্রধানরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।