চাঁদপুর: করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে চলা ফেরা করার কারণে চাঁদপুর শহরে ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বাংলানিউজকে জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জেলা শহরের বাবুরহাট বাজার, ওয়ারলেস মোড়, ইলিশ চত্বর ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে মোট চারটি জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে চারটি পয়েন্টে ১৩১ মামলায় ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস