ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ বুধবার, চালু থাকবে জরুরি সেবা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ বুধবার, চালু থাকবে জরুরি সেবা

ঢাকা: আমেরিকান সৈনিক দিবস উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। তবে, আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। এজন্য তাদের জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে  সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং জরুরিসেবা দেওয়া হবে।

দূতাবাস জানিয়েছে, করোনা মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ রয়েছে। ইন্টারনেটে ভার্চ্যুয়াল প্রোগ্রামের মাধ্যমে দূতাবাস সেবা ও তথ্য দিচ্ছে। দূতাবাসা আশা করছে, শিগগিরই জনসাধারণের জন্য আগের মতো সেবা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।