কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের সনদপত্র নবায়ন না করা ও অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা কারণে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা শহরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের সনদপত্র নবায়ন না করা ও অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না থাকায় জেলা শহরের বটতলা এলাকার আল সাফি প্যাথলজি ও হাজি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আপন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা ও শিখা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
আরবি/