ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ: মাদক মামলায় আসাদুজ্জামান লিটন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম জি আযম এ দণ্ড দেন।

এ মামলায় অপর দুই আসামি ইমরান এবং জাহাঙ্গীরকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্য খোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আরও দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ০২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলার অপর দুই আসামি ইমরান এবং জাহাঙ্গীরের দোষ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।