ঢাকা: `মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধন), ২০১৮' বিলের রিপোর্ট জাতীয় সংসদে দেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১১ নভেম্বর) কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।
বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধন), ২০১৮’বিলের ওপর বিস্তারিত আলোচনা ও পরীক্ষা করা হয় ৷ সংসদে এ বিলের রিপোর্ট দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবাবিভাগের সচিব, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিস্ট অন্যান্য কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসকে/ওএইচ/