ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তিন আড়তকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তিন আড়তকে জরিমানা

রাজশাহী: পাটের বস্তা ছেড়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার কারণে রাজশাহীতে তিনটি চালের আড়তকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নগরীর কুমারপাড়া চালপট্টিতে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযানে মেসার্স মক্কা রাইস এজেন্সিকে পাঁচ হাজার টাকা, মের্সাস জাহিদ এন্টার প্রাইজকে পাঁচ হাজার টাকা ও মের্সাস বাবুল এন্টার প্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।