ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে সম্পত্তি হস্তান্তরে কর কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে সম্পত্তি হস্তান্তরে কর কমলো

ঢাকা: কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর কমিয়েছে সরকার।

সম্প্রতি ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

আগের কর তফসিল অনুযায়ী, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যেত।

সংশোধিত তফসিলে বলা হয়েছে, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রতিটি হস্তান্তর দলিলে উল্লিখিত স্থাবর সম্পত্তির মূল্যের সর্বোচ্চ ২ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে। 'তবে শর্ত থাকে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অধিক্ষেত্রে কোম্পানি থেকে কোম্পানির স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সম্পত্তির মূল্যের ১ শতাংশ হারে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আরোপ করা যাবে। '

আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।