ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনায় হানিফ পরিবহনের চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
করোনায় হানিফ পরিবহনের চেয়ারম্যানের মৃত্যু জয়নাল আবেদিন।

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জয়নাল আবেদিন।

বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৮৭ বছর।

হাসপাতালের পরিচালক আল ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদিন চলতি মাসের ছয় তারিখে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, ঢাকার আমিন বাজারের বাসিন্দা জয়নালের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছোট ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়।
পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন তিনি।

হানিফ পরিবহনের মহা-ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, জয়নাল আবেদিনকে আমিনবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
টিএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।