ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
নোয়াখালীতে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে নয়টি উপজেলায় একযোগে ‘নো মাস্ক নো সার্ভিস’ স্লোগানে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এ সময় মাস্ক না পরার কারণে জেলা শহর মাইজদী বাজারে ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানকে তিন দিনের জন্য সিলগালা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করোনা সংক্রমণ রোধে মোকাবিলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
 
নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ খোরশেদ আলম খান বাংলানিউজকে জানান, একটি দোকানে মালিক ও কর্মচারী মাস্ক ব্যবহার না করে প্রতিষ্ঠান পরিচালনা করছে দেখে তিন দিনের জন্য দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও মাস্ক পরিধান না করায় ৬৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন নোয়াখালীর ডিসি খোরশেদ আলম খান, পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেনসহ ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।