ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ৬৮ সংগঠনের কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ৬৮ সংগঠনের কর্মসূচি অবস্থান কর্মসূচি/ ছবি: ডিএইচ বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চাই’-এই স্লোগান নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে ৬৮টি সংগঠন।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়।

 

বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, জাতীয় নারী জোটের আফরোজা হক লিনা প্রমুখ।
 
ডা. ফওজিয়া মোসলেম বলেন, পত্রিকার পাতায় হত্যা, খুন, নির্যাতনের খবর ছাড়া আর কোনো খবর আমরা পাচ্ছি না। এসবের শিকার হচ্ছে সমাজের পশ্চাৎপদ সম্প্রদায়। কেন হচ্ছে, তা খুবই পরিষ্কার। কারণ প্রশাসন, জনপ্রতিনিধিসহ নানা রকমের ক্ষমতাবানেরা এগুলো ঘটাচ্ছেন। ক্ষমতাবানেরা সমাজকে অপরাধপ্রবণ হিসেবে গড়ে তুলতে চাইছেন। অপরাধপ্রবণ সমাজ গড়ার দায় সমাজকে নিতে হবে।

কাজী রিয়াজুল হক বলেন, একটি বিশেষ গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বদ্ধপরিকর। এদের প্রতিরোধ করতে হলে আমাদের মাঠে নামতে হবে। সাম্প্রদায়িক অন্যায় প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।