ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বাসে আগুন দেওয়া সহিংসতা, কিছু লোক শনাক্ত’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
‘বাসে আগুন দেওয়া সহিংসতা, কিছু লোক শনাক্ত’ ছবি: শাকিল

ঢাকা: রাজধানীতে ঘণ্টা দুয়েকের মধ্যে কয়েকটি জায়গায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ঘটনাগুলো সহিংসতা।

এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন সঙ্গে  কথা হয় বাংলানিউজের।

তিনি বলেন, বাসে আগুনের ঘটনায় যারা জড়িত কিছু লোককে শনাক্ত করেছি আমরা। আরো তদন্ত করে দেখা হচ্ছে।

‘যারাই এই সহিংসতা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।