ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ বিক্ষোভ/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের ভূমি দখল করে পর্যটন স্থাপনা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রণ্টের কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রুখসানা আফরোজ আশা, ঢাকা নগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায় প্রমুখ।  

বক্তারা বলেন, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ফাইভ স্টার হোটেল বানানোর নাম করে ম্রো সম্প্রদায়ের প্রায় এক হাজার হেক্টর জুমের জমি দখলের চেষ্টা হচ্ছে। এই হোটেল নির্মাণ হলে প্রত্যক্ষভাবে ম্রোদের চারটি পাড়া এবং পরোক্ষভাবে ৭০-১১৬টি পাড়া ক্ষতিগ্রস্ত হবে, প্রায় ১০ হাজার জুমচাষি উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে পড়বেন।  

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরকেআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।