ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে একরাতে ৬ বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আড়াইহাজারে একরাতে ৬ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৬ বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে প্রথমে প্রভাকরদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাত দল ৪০ হাজার টাকা, দু'টি মোবাইল ও ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাত দল পার্শ্ববর্তী আমজাদ, মামুন, রাজিব, জিয়াউর রহমান ও ফারুকের ঘরে ঢুকে নগদ টাকা, স্বার্নালংকার, মোবাইলসহ সর্বস্ত্র লুটে নেয়। ডাকাত দল রাত ২টা থেকে ভোর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটায়। একসঙ্গে এত বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, একটি অভিযাগ পেয়েছি। খবর নিয়ে সবগুলো ঘটনার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।