ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালপুরে ট্রাকচাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
গোপালপুরে ট্রাকচাপায় প্রধান শিক্ষকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে ট্রাকচাপায় ইব্রাহিম খলিল (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের কাজীবাড়ি মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার ঝাওয়াইল সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ বাংলানিউজকে জানান, ইব্রাহিম খলিল স্কুলের কাজে মোটরসাইকেলে উপজেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। তিনি বিকেল ৩টার দিকে কাজীবাড়ি মসজিদের কাছে পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।