ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
গাজীপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিয়া রাজ বাংলানিউজকে জানান, ভোরে মাওনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাব-স্টেশনের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই সাব-স্টেশনের ব্যাটারি ও ওয়েস্টেজ মালামাল পুড়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০   
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।