ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ৭৪ লক্ষাধিক টাকার ‘ইউএসএ এক্সপ্রেস’ কার্ড জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
সাতক্ষীরায় ৭৪ লক্ষাধিক টাকার ‘ইউএসএ এক্সপ্রেস’ কার্ড জব্দ ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।

তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান পোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১০ হাজার ৭৪৯টি ইউএসএ এক্সপ্রেস রিচার্জ কার্ড জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা রিচার্জ কার্ডগুলোর মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার ৩২৫ টাকা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।