গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন- ওই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪০), মা রেখা বেগম (৫৮) ও ভাতিজা অষ্টম শ্রেণির ছাত্র সুজন মিয়া।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের জমিতে ধানের বীজ ফেলতে যাচ্ছিলেন রেজাউল। পথে মাঠে হেলে থাকা বাঁশের খুঁটিতে টানা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিষয়টি টের পেয়ে তার মা রেখা বেগম ও ভাতিজা সুজন তাকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রাজাউলকে মৃত ঘোষণা করেন। এর আগে বাড়িতেই মারা যান তার মা ও ভাতিজা।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোকলেছুর রহমান রাজু বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও কর্তব্য অবহেলার জন্যই মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসআরএস