ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
রাজশাহীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত  ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকায় ট্রাকচাপায় মাহাবুব আলম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন।  

শনিবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আলম পাবনার ঈশ্বরদী উপজেলার বাগরাণ গ্রামের পশ্চিমপাড়ার ওমেজ আলীর ছেলে। তিনি জেলা শহরের সুলতানাবাদ এলাকায় ভাড়া থাকতেন। আলম পেশায় ফার্নিচার মিস্ত্রি বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, সকালে একটি ট্রাক সার বোঝাই করার জন্য শিরোইল কলোনি চার নম্বর গলিতে থাকা গোডাউনে যাচ্ছিল। পথে ওই বাইসাইকেল আরোহী আলমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। আলম সাইকেল চালিয়ে নিউমার্কেট এলাকা থেকে শিরোইল কলোনির দিকে যাচ্ছিলেন।

রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে আলমের পরিবারের সদস্যরা রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন। তারা থানায় এলে এ ব্যাপারে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।