ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
চুয়াডাঙ্গায় ১০ কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার উদ্বোধন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পৌর শহরের ছাগলফার্ম এলাকায় নির্মিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র ওবাইদুর রহমান জানান, এ প্রকল্প শেষ হওয়ার মধ্য দিয়ে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত হলো। এর মধ্য দিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় দেড় কোটি মানুষ সুপেয় পানি পাবে।  

ওবাইদুর রহমান আরও জানান, এই শোধনাগার থেকে প্রতি ঘণ্টায় ৩৫০ ঘণমিটার পানি শোধন করা হবে। যা চুয়াডাঙ্গা পৌরবাসীর সুপেয় পানির চাহিদা ৬০ শতাংশ মেটাতে সক্ষম। প্রকল্পটিতে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা।  

চুয়াডাঙ্গা পৌরসভার পানি সুপার আব্দুর রশিদ জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডে বর্তমানে গ্রাহক রয়েছেন ৬ হাজার ৭৭৫ জন। প্রতিদিন পানির চাহিদা রয়েছে ৭৫ লাখ লিটার। এই শোধনাগারের মধ্য দিয়ে পৌরবাসীকে দুই ভাগে বিভক্ত করে এই সুপেয় পানি সরবরাহ করা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা সুজনের সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম সেলিম, জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি জগলুর রহমান, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, পানি সুপার আব্দুর রশিদ, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন জেলা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান, ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।