ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাসে সশস্ত্র বাহিনীর ১৯৯ সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
করোনা ভাইরাসে সশস্ত্র বাহিনীর ১৯৯ সদস্যের মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে সশস্ত্র বাহিনীর ১৯৯ জন সদস্য মারা গেছেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সামরিক সদস্য ২০ জন ও অবসরপ্রাপ্ত সামরিক সদস্য ১৭৯ জন।

 

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ৯০২ সদস্য ও পরিবারবর্গ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্ব স্ব কর্মস্থলে/আবাস্থলে ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ৪৭৫ জন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ৪৩৯ জন সদস্য/পরিবারবর্গ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন সামরিক সদস্য ও একজন অবসরপ্রাপ্ত সদস্য।

বাংলাদেশ সময়:  ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
টি আর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।