পিরোজপুর: করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় পিরোজপুরে ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করণে দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক ছাড়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৪৮ জনের নামে ৪৫টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের মোট চার হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম জানান, দ্বিতীয় ধাপে করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জন সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসআরএস