বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় জান্নাতুল মাওয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকে পড়া জাকিয়া বেগম (৪৫) নামে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অন্য আহত ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখের মেয়ে শিরিনা বেগম (২৪) ও সাথি বেগমকে (১৮) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবু সাঈদ মোহাম্মাদ খায়রুল আনাম বাংলানিউজকে বলেন, শনিবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়। এসময় আহত হয়েছেন আরো তিন নারী। ঘটনার পর পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএ