ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উজিরপুরে স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
উজিরপুরে স্কুল থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী রাসেল মল্লিকের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে তার মরদেহ বিদ্যালয়ের লাইব্রেরি রুম থেকে উদ্ধার করা হয়।



স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল রাতে পাহারা দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের লাইব্রেরি রুমেই ঘুমিয়ে থাকেন। রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ডাকা-ডাকি শুরু করে। পরে তারা থানা পুলিশকে অবহিত করে।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাইব্রেরি রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব রহমান।  
তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে স্বজনরা জানিয়েছেন, ধামুরাতেই মৃত রাসেলের শ্বশুরবাড়ি। জমি কেনার জন্য কিছু টাকা রাসেল শ্বশুরবাড়ির লোকজনকে দেয়। যা নিয়ে এখন উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলো রাসেল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।