ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১ ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ আটক ১। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকা থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা মানবদেহের হাড় উদ্ধার করেছে পুলিশ। এসময় বাপ্পী নামের এক জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত বাপ্পী নগরীর কারিবাড়ী কবরস্থান এলাকার আবুল হোসেনের ছেলে।

কোতোয়ালী থানার পরিদর্শক জানান, রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়। এসময় বাপ্পি নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক ভাবে পুলিশের ধারনা এসব হাড় বিদেশে পাচারের উদ্দ্যেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারনা পুলিশের। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।