খুলনা: ‘খুলনা বিভাগের সব জেলার পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট ইস্যু করা হচ্ছে। তা সত্ত্বেও পাসপোর্ট প্রত্যাশীরা মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করছেন।
খুলনা বিভাগীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম খান খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় এ তথ্য জানান।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্রযুক্তিতে তার সম্মেলনকক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান বটিয়াঘাটায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের তেঁতুলতলা মোড় স্লুইসগেট ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্তকরণ ও কৃষির স্বার্থে ওই গেট দিয়ে লবণ-পানি প্রবেশ না করানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া সভায় রূপসাসেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়ক ও জনপথের জমি দখলমুক্ত করা, শিল্পে ব্যবহারের জন্য অধিগ্রহণ করা জমির সঠিক ব্যবহার না হলে বরাদ্দ বাতিল করে সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান অবিলম্বে শুরু হবে। এছাড়া নগরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে গোলচত্বর পর্যন্ত চারলেন বাস্তবায়নে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমআরএম/আরবি/