নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বস্তার নিচে চাপা পড়ে হুমায়ুন আহাম্মদ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের মানেহর গ্রামে গৌতম চন্দ রায়ের মালিকানাধীন শক্তি এডিবল তেল তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ওই তৈল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন হুমায়ুন। রাতে ট্রাক থেকে খৈল ভরা একটি বস্তা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় পা পিছলে তিনি পড়ে যান। এ সময় বস্তাটি তার গায়ের উপর পড়লে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় কোনো নিয়ম-নীতি মানা হয় না। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরবি/