ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এস ইউ আহমেদ মারা গেছেন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ঢাকা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এস ইউ আহমেদ মারা গেছেন  ...

ঢাকা: শিক্ষাবিদ, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতি, বীজগণিত ও জ্যামিতিসহ মাধ্যমিক স্তরের বিভিন্ন গ্রন্থের লেখক, অধ্যক্ষ সূরুজউদ্দিন আহমেদ (এস ইউ আহমেদ) আর নেই।
 
শনিবার (১৪ নভেম্বর) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
 
নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার ভোলানাথপুর মাতবর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে রাতে তাকে তার গ্রামের বাড়ি ভোলানাথপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
 
বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।
 
এস ইউ আহমেদ বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোহাম্মদ আজমের বাবা।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।