প্রতারণা, দুর্নীতি, অন্ধ ও বধির সংস্থার অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ এমন কোনো অনিয়ম নেই যা করেননি স্বঘোষিত মজলুম নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বাণিজ্য করেছেন নিজ ভাইয়ের হত্যা মামলা নিয়েও।
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তৈমূর আলম খন্দকার। তার নিজ জন্মস্থান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে রয়েছে অঢেল জমিজামা। নারায়ণগঞ্জের মাসদাইর ও রাজধানীর লালমাটিয়ায় নিজ নামে ১৭ শতাংশ জমিতে ছয় বাড়ি এবং রাজউকের কাছ থেকে পাওয়া পাঁচ কাঠার একটি প্লট। তার স্ত্রীর হালিমা ফারজানার নামে ঢাকার তোপখানা রোডে মেহেরবা প্লাজা ও সেগুনবাগিচায় তিনটি ফ্ল্যাট ও ফতুল্লার বিসিক এলাকায় প্লট। স্টেডিয়াম মার্কেট, জোয়ার সাহারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নামে-বেনামে দোকান ও ফ্ল্যাট। এসব কারণে বিভিন্ন সময় তার বিরুদ্ধে ১১টি দুর্নীতির মামলা হয়েছে। এ ছাড়া হত্যা, বিস্ফোরণ, রাহাজানি দস্যুতার অসংখ্য মামলা হয়েছে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায়। মেয়ে ব্যারিস্টার মারিয়াম খন্দকার আর চতুর আইনজীবী তৈমূর আলম খন্দকার মামলাগুলো সুকৌশলে ঢেকে রেখেছেন। বর্তমানে নয়টি মামলা থাকলেও এর মধ্যে তিনটি মামলায় নিম্ন আদালতে তার সাজা হলে হাই কোর্টের আদেশে তা স্থগিত আছে। বাকি ছয়টি মামলার কার্যক্রমের ওপরও উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে থাকাকালীন তৈমূর আলম স্বজনপ্রীতি, অযোগ্য ব্যক্তিদের পদায়ন, পদের লোভ দেখিয়ে অর্থ আদায়সহ নানা কারণে ছিলেন সমালোচিত। এ কারণে পরবর্তী কমিটিতে স্থান হয়নি তার। জেলা বিএনপি তখন থেকেই কাজী মনিরুজ্জামান, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, গিয়াসউদ্দিন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও অধ্যাপক মামুন মাহমুদের নিয়ন্ত্রণে চলে আসে। একেবারেই কর্মীশূন্য তৈমূর বর্তমান কমিটি বিলুপ্ত হওয়ায় পদ বাগাতে আবারও দৌড়ঝাপ শুরু করেছেন। তবে তাকে নিয়ে একেবারেই চিন্তিত নন জেলা বিএনপির বর্তমান কা ারিরা। তাদের ধারণা, বিএনপি সর্বদা কাজের মূল্যায়ন করে থাকে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিকে কোণঠাসা করা তৈমূর কখনোই আর স্বপদে ফিরতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে তৈমূর আলম খন্দকার দাবি করেন, এক-এগারোর পর তারেক রহমানের মামলার আইনজীবী ছিলাম আমি। এ কারণেই ওই সময়ের সরকার গ্রেফতার করে আমার বিরুদ্ধে এসব মামলা দিয়েছে। এসব মামলার অভিযোগ ভিত্তিহীন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
নিউজ ডেস্ক