ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১৩৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ৪

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
বেনাপোলে ১৩৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ৪ ফেনসিডিলসহ আটক চারজন

বেনাপোল (যশোর): বেনাপোলে সীমান্তের সাদিপুর ও শিকড়ি এলাকা থেকে এক হাজার ৩৯৪ বোতল ফেনসিডিলসহ চারজন মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা।


 
আটক চারজন হলেন- সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মিজান (২৯) , একই গ্রামের আফছার আলী গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড় আঁচড় গ্রামের সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মিজানুর রহমান।

লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বস্তার মধ্যে থেকে এক হাজার ২৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

অন্যদিকে, সীমান্তের শিকড়ি এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আরও এক জনকে আটক করা হয়।

তিনি জানান, আটক চার জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।