সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় দুর্বৃত্তরা। এর আগে জানালার বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলিও করা হয়, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
এ বিষয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের চাচাতো ভাই নুরুল আমিন জানান, সন্ধ্যায় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে বসে কাজ করছিলেন। হঠাৎ করেই জানালার বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার শরীরে গুলি না লাগায় দু’জন বোরকা পরিহিত মানুষ তড়িঘড়ি করে চেয়ারম্যানের রুমে গিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় চেয়ারম্যানের চিৎকারে লোকজন ছুটে এসে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদ জানান, চেয়ারম্যান আব্দুর রহিমের মাথা ও শরীরে কোপানে হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এইচএমএস/