ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে ট্রাকের ধাক্কায় আবদুল লতিফ (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
ওসি আসাদুজ্জামান জানান, বিকেলে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আবদুল লতিফ। একটি ট্রাকের ধাক্কায় তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আবদুল লতিফের দুঃসম্পর্কের ভাতিজি ফুলবানু জানান, আবদুল লতিফ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ১২নম্বর জিউধারা ইউনিয়নের বাসিন্দা। তিনি ফেনী শহরের শাহীন একাডেমী রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি মহিপালের ‘মৌসুমী এন্টারপ্রাইজ’ নাম একটি ফল আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন। বিকালে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। এসময় একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি ট্রাক এসে চাপা দিলে সেখানেই মারা যান।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসএইচডি/ওএইচ/