কক্সবাজার: কক্সবাজার শহরের হলিমোড়ে অভিযান চালিয়ে ঝালমুড়ির প্যাকেটের ভেতর পাচারের জন্য বহন করা ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।
পুলিশ জানায়, ঝালমুড়ির প্যাকেটের ভেতর ঢুকিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপসের চালানটি জব্দ করা হয়। পরে সেখান থেকে ৯ হাজার ২৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসবি/এমজেএফ