ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনালী ব্যাংক লুটের ঘটনায় তিনজনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
সোনালী ব্যাংক লুটের ঘটনায় তিনজনের নামে মামলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলী বাজার শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, তিন দুস্কৃতিকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংটির শাখায় কোন সিসি ক্যামেরা না থাকায় দৃর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপন হচ্ছে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য ব্যাংকের প্রহরী ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

* জীবননগরে সোনালী ব্যাংকে ডাকাতি, অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।