সিরাজগঞ্জ: সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণমুখী বীমা প্রকল্পের আওতায় গ্রাহকের ২০ কোটি টাকা ফেরতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে শহরের চৌরাস্তা মোড় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে গ্রাহকেরা দাবি করেন, সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণমুখী বীমা প্রকল্পের আওতায় ২০০৬-০৭ সাল থেকে বীমা পলিসি চালু করেন। ১শ থেকে ৫শ টাকা পর্যন্ত এ বীমা পলিসির মেয়াদ ১০-১২ বছর। ওই বীমার মেয়াদ শেষ হওয়ার কয়েক বছর পার হলেও লভ্যাংশ দূরের কথা, মূলধনও ফেরত দিচ্ছে না কর্তৃপক্ষ। ঢাকা-রাজশাহী অফিসে ঘুরেও জমানো টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। গ্রাহকদের অনেকেই ইতোমধ্যে মারা গেলেও তাদের পরিবারকে বীমার টাকা ফেরত দেওয়া হচ্ছে না। জেলার বিভিন্ন উপজেলায় এই বীমা কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারগণও বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। এসব কারণে ১০ হাজার গ্রাহক তাদের প্রায় ২০ কোটি টাকা হারানোর শঙ্কায় রয়েছেন। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনাসহ দ্রুত তাদের জমানো টাকা ফেরত পেতে সরকারের সু-দৃষ্টি কামনা করছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- সিরাজগঞ্জ সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ফরিদা ইয়াসমিন, মো. মাসুদ রানা, আয়শা সিদ্দীকা, মাহমুদা, মাসুদ করিম, শহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরএ