ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে মিল চালুসহ বেতন-ভাতার দা‌বি‌তে সড়ক অব‌রোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
বরিশালে মিল চালুসহ বেতন-ভাতার দা‌বি‌তে সড়ক অব‌রোধ

বরিশাল: টেক্সটাইল মিল চালু ও বেতন-ভাতাসহ দুই দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ করেছে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় নগরীর রূপাতলীতে অবস্থিত সোনারগাঁও টেক্সটাইলের সামনে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ-সমাবেশ করে।

প‌রে পু‌লি‌শ ও প্রশাস‌নের দেওয়া আশ্বা‌সে প্রায় পৌ‌নে এক ঘণ্টা পর সড়ক অ‌বরোধ তু‌লে নেন আ‌ন্দোলনকারীরা।

ব‌রিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নভেম্বর মাসে দুই থেকে একটি ইউনিট এবং ডিসেম্বরে পুরো কারখানা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দি‌য়ে‌ছে মা‌লিকপক্ষ। সেই ভি‌ত্তি‌তে শ্র‌মিক‌দের সঙ্গে কথা বলা হ‌লে তারা সড়ক অব‌রোধ তু‌লে নেন।

ত‌বে শ্রমিক নেতারা বল‌ছেন, তা‌দের দা‌বি না মান‌লে ক‌ঠোর কর্মসূ‌চি দেওয়া হ‌বে।

এদি‌কে সকা‌লে শ্রমিকদের ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ-সমাবেশে অংশ নেয় শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) বিভিন্ন সংগঠন।

সমা‌বে‌শে বক্তারা বলেন, করোনার কারণ দেখিয়ে দীর্ঘ প্রায় আট মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ সময় তাদের বেতন-ভাতাও বন্ধ রাখা হয়েছে। এর ফলে কারখানার সাত শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তারা এর আগে বেশ কয়েকবার আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি। তাই আজ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।

এরপরও তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এর আগে সকাল ১০টায় নগরীর রূপাতলীতে অবস্থিত কারখারনার সামনে অবস্থান করে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকরা।

সমা‌বে‌শে বক্তব্য দেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, বাসদ ব‌রিশাল জেলা ক‌মি‌টির সদস্য স‌চিব ডা. মনীষা চক্রবর্তী।

এ‌দি‌কে সড়ক অবরোধের কার‌ণে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়কের দুই পা‌শে যানবাহ‌নের সৃষ্টি হয়। এতে পটুয়াখালী, বরগুনাসহ দ‌ক্ষিণাঞ্চলগামী যাত্রী‌দের ভোগান্তিতে পড়‌তে হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।